শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বহুচর্চিত টাটা ন্যানো কারখানার প্রসঙ্গ। মমতার দাবি, টাটাকে রাজ্য থেকে তিনি তাড়াননি, সিপিএম তাড়িয়েছে।
এ দিন শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মমতার গলায় ঘুরেফিরে আসে শিল্প-প্রসঙ্গ। সেই প্রসঙ্গেই এক দশকেরও আগের পুরনো ঘটনা নিয়ে নতুন দাবি তাঁর। তিনি বলেন, “আমি টাটাকে তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। ওরা জোর করে জমি নিতে গিয়েছিল। আমরা ফিরিয়েছি”।
সিঙ্গুর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মমতার। সেখান থেকে টাটার প্রকল্প স্থানান্তরিত হওয়া নিয়ে বিতর্কেরও শেষ নেই। মমতা এ দিন বলেন, “জায়গার তো অভাব নেই। আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নিইনি। আমি পরিষ্কার করে বলি, আমাদের এখানে যত শিল্পপতি রয়েছেন, কারও মধ্যে ভেদজ্ঞান করি না। আমরা প্রত্যেককে চাই। তাঁরা বাংলায় বিনিয়োগ করুন। বিনিয়োগ করে এখানে দরকার হলে অনেক কর্মসংস্থান তৈরি করুন”।
প্রসঙ্গত, ২০১১ সালে বঙ্গ রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলে সিঙ্গুর আন্দোলন অনুঘটকের মতো কাজ করেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তৃণমূল সরকারের প্রথম কাজই ছিল সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দিতে আইন তৈরি করা। তাঁর মন্ত্রীসভার প্রথম বৈঠকে প্রথম সিদ্ধান্তও ছিল এটাই।
আরও পড়ুন: জানুয়ারির শেষেই শুরু আন্তর্জাতিক কলকাতা বইমেলা, দিনক্ষণ ঘোষণা গিল্ডের