কলকাতা: রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বাড়াচ্ছে শক্তি। আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপই বঙ্গোপসাগরের উপরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর দিনই ঘূর্ণিঝড় সিত্রাং-এ পরিণত হতে পারে এই নিম্নচাপ। তার পরের দিন, অর্থাৎ মঙ্গলবার তা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানিয়েছে, ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ সহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৪ থেকে ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, কালীপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে রেজিস্ট্রেশন শুরু, জানুন খুঁটিনাটি