কলকাতা: রবিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সোমবার কালীপুজো। তার আগের দিন প্রশ্ন একটাই, তা হলে কি দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি?
এরই মধ্যে স্বস্তির খবর, ঘূর্ণিঝড়ের অভিমুখ এই মুহূর্তে বাংলাদেশের দিকে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম হবে ‘সিত্রং’। সোমবার ল্যান্ডফল হবে বাংলাদেশে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে রাজ্যের তিন জেলায়। আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনায়। এ ছাড়া ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৫ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে, তবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
শুধু বৃষ্টি নয়, বইতে পারে ঝোড়ো বাতাসও। সোমাবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলে সর্বোচ্চ ৬৫ কিমি/ ঘণ্টায় হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টায় বইতে পারে হাওয়া।
আরও পড়ুন: ক্ষয়ক্ষতি এড়াতে ঘূর্ণিঝড় নিয়ে আগাম ব্যবস্থা