হলদিয়া: নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের দায়িত্ব এ বার কুণাল ঘোষের উপর তুলে দিয়েছে তৃণমূল। দায়িত্ব পেয়েই শুভেন্দু গড়ে বিজেপিত্যাগী দুই নেতার সঙ্গে চা-চক্রে কুণাল!
মঙ্গলবার, ১ নভেম্বর থেকেই পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে কুণালকে। এ দিনই হলদিয়ায় কুণালের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতা বটকৃষ্ণ দাস ও জয়দেব দাস। তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনই বিজেপি ছেড়েছেন ওই দুই নেতা।
জানা গিয়েছে, বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন জয়দেব দাস। আবার বটকৃষ্ণ দাস ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। এ দিন হলদিয়ার নিমতৌড়ির স্মৃতিসৌধ ভবনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল নেতা সৌমেন মহাপাত্রর সঙ্গে চা চক্রে যোগ দেন তাঁরা। দুই বিজেপি নেতার দাবি, শুভেন্দু-অনুগামী নেতাদের জায়গা দিতেই পুরোনোদের উপর কোপ পড়ছে।
তা হলে বিজেপি ছেড়ে এ বার তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁরা। সদ্য বিজেপিত্যাগী দুই নেতা বলেন, “আজ বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লাম। দেখলাম কুণালদা এখানে আছেন। তাই দেখা করতে এলাম। এটা সৌজন্য সাক্ষাৎ।”
অন্য দিকে কুণাল বলেন, “দুজনই এলাকার দক্ষ সংগঠক। আদি বিজেপি নেতা। বিজেপির সঙ্গে তৃণমূলের মতভেদ থাকতেই পারে। কিন্তু সংগঠকদের এলাকায় একটা আলাদা প্রভাব থাকে। শুনলাম, ওঁরা দলীয় পদ ছেড়েছেন। জেলাতেই ছিলাম। সৌমেনদা (মহাপাত্র) বলল, তাই দেখা করতে চলে এলাম।”
প্রসঙ্গত, দায়িত্ব নিয়েই সকাল সকাল হলদিয়ায় আসেন কুণাল। হলদিয়া টাউনশিপে মাখনবাবুর বাজারে অস্থায়ী গেস্ট হাউজ নিয়েছেন তিনি। সেখানেই এ দিন হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। পুজো-অর্চনা এবং নারকেল ফাটিয়ে গৃহপ্রবেশ হয়। আপাতত এই বাড়ি থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় সংযোগ করবেন কুণাল।
আরও পড়ুন: তোপ দেগেছেন হিরণ, ঘাটালে দাঁড়িয়েই ‘বন্ধু’কে জবাব দেবের