প্রথম পাতা খবর হাড় হিম করা ঘটনা সরশুনায়, দা দিয়ে এলোপাথাড়ি কোপে আহত অন্তত ৭

হাড় হিম করা ঘটনা সরশুনায়, দা দিয়ে এলোপাথাড়ি কোপে আহত অন্তত ৭

317 views
A+A-
Reset

কলকাতা: দা দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ। শনিবার সরশুনার এই হাড় হিম করা ঘটনায় জখম হয়েছেন সাতজন।

ঘটনায় প্রকাশ, সরশুনার রাখাল মুখার্জি রোডে বেলা ২টো নাগাদ ঘটে এই ঘটনা। দোকানের সামনেই কয়েক জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত ব্যবসায়ী। রাগের মাথায় দোকান থেকে দা বার করে এলোপাথাড়ি চালাতে থাকেন তিনি। আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অভিযোগ, এলাকারই এক পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল ওই দোকানির। জমির সীমানা নিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতিবেশীর সমস্যা চলছিল। এ দিন সেই গোলমাল চরম আকার নেয়। অভিযোগ, এর পরই ধারাল কাটারি দিয়ে কোপ মারতে থাকেন পরিবারের লোকজনকে। যাঁরাই বাধা দিতে আসেন, তাঁদের উপরই ওই দোকান মালিক ধেয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি মোট সাত জনকে কোপ মেরেছেন। তাঁদের মধ্যে পাঁচ জনই মহিলা। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম প্রদীপ অধিকারী (৫০)। তিনি রাখাল মুখার্জি রোডেরই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের জেলা সফর, সপ্তাহ ঘুরলেই নদিয়ায় একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.