প্রথম পাতা খবর অপারেশন সূর্যোদয়’-এর ১৫ বছর পূর্তি, শহিদ দিবস ঘিরে সরগরম নন্দীগ্রাম

অপারেশন সূর্যোদয়’-এর ১৫ বছর পূর্তি, শহিদ দিবস ঘিরে সরগরম নন্দীগ্রাম

298 views
A+A-
Reset

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৫ বছর পূর্তি। ২০০৭ সালের পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর শহিদ দিবস হিসাবে শহিদদের শ্রদ্ধা জানানো হয় নন্দীগ্রামে। তবে আগে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই দিনটি পালন করলেও, ২০২০ থেকে দিনটি পালন করছে বিজেপি-ও। ফলে দুই রাজনৈতিক দলের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান ঘিরে সরগরম নন্দীগ্রাম।

২০০৭ সালের আজকের দিনেই নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। হঠাত্‍ মাঝপথে নেমে আসে হামলা। অভিযোগ, নন্দীগ্রাম পুনর্দখলের জন্য ‘অপারেশন সূর্যোদয়’-এর নামে অভিযান চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। নিখোঁজ হয়ে যান আদিত্য বেরা-সহ প্রায় ১২ জন। তারপর থেকেই এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছে নন্দীগ্রামের বাসিন্দারা।

সেই ঘটনার ১৫ বছর পূর্তি হিসেবে নন্দীগ্রামের গোকুলনগরে পৃথক কর্মসূচির ডাক দিয়েছে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপি। শাসকদলের অনুষ্ঠানে থাকবেন কুণাল ঘোষ এবং গেরুয়া শিবিরের কর্মসূচিতে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: কৃষ্ণনগরের সভা থেকে সিএএ নিয়ে ফের হুঁশিয়ার মমতার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.