প্রথম পাতা খবর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন বীরবাহা হাঁসদা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন বীরবাহা হাঁসদা

331 views
A+A-
Reset

ঝাড়গ্রাম: শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে এ বার সরাসরি থানায় লিখিত অভিযোগ করলেন বীরবাহা হাঁসদা। বুধবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী।

ঘটনায় প্রকাশ, বীরবাহা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে বিরোধী দলনেতা বলছেন, ওই বীরবাহা তাঁর জুতোর তলায় থাকত। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বীরবাহা দাবি করেন, তাঁকে অপমান করে আসতে তফসিলি উপজাতির মানুষকে অপমান করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে ক’দিন ধরেই তোলপাড় রাজনীতি। অখিলের মন্তব্যের নিন্দা করেছে তৃণমূল। ক্ষমা চেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে বীরবাহা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

এ বার বুধবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন বীরবাহা। তাঁর দাবি, তিনি একজন আদিবাসী তথা তফসিলি উপজাতির প্রতিনিধি এবং একজন মহিলা। তাঁর সম্পর্কে এমন মন্তব্য করে জনজাতিকে অপমান করা হয়েছে। সমাজের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি শুভেন্দুর।

প্রসঙ্গত, একটি ভিডিয়োয় শুভেন্দুকে বলতে শোনা যায়, “এই যে বীরবাহা, দেবনাথ বসে রয়েছে। এরা তো শিশু। এরা আমার জুতোর নীচে থাকত”।

আরও পড়ুন: বিজেপি নেতার দলিল কেন প্রতারকের ঘরে? দিলীপকে নিশানায় রেখে প্রশ্ন মমতার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.