কলকাতা: দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসকের কাছে পৌঁছে গিয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশিকা। বলা হয়েছে, আধারকার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও ফেরানো যাবে না কোনো মহিলাকে।
গত ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই শিবিরে অনেক মহিলারই আসছেন যাঁদের আধারকার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নেই। সে কারণে তাঁদের আবেদন নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এই অভিযোগের খবর আসে নবান্নেও।
এর পরই নির্দেশিকায় মুখ্যসচিব সাফ বার্তা দিয়েছেন, এ বার থেকে আবেদনকারী প্রত্যেক মহিলা করাতে পারবেন লক্ষ্মীর ভান্ডার। আধার কার্ড কিংবা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন তাঁরা।
অর্থাৎ, আধার কার্ড বা আধার কার্ডের নম্বর না থাকা বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাঁদেরকে ফেরানো বা বাতিল করা যাবে না। আধারের নম্বর না থাকা বা আধার ভ্যালিডেশন না থাকা কোনো স্কিমের বাতিলের কারণ হতে পারে না। তাই সব জেলাশাসককে এই নির্দেশ নিশ্চিত করতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।