চার বছরের অপেক্ষার অবসান। রবিবার আয়োজক দেশ কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এ দিন উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে।
এ ভাবেই টানটান উত্তেজনার পালা চলবে পাক্কা ২৯ দিন ধরে। ৩২টি দেশ মোট ৬৪টি ম্যাচ খেলবে। আজ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে। এর পর কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ শুরু রাত ৯.৩০টায়।
এই প্রথমবার বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব কিনে নিয়েছে রিলায়েন্সের অধীনস্ত ভায়াকম ১৮ মিডিয়া। টিভিতে বিশ্বকাপের ম্যাচ Sports18 এবং Sports18 HD চ্যানেলে দেখা যাবে। ইংরাজি ও হিন্দি, দুই ভাষাতেই ম্যাচ দেখা যাবে। এই চ্যানেলগুলি খুঁজে না পেলে কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
টেলিভিশন চ্যানেল ছাড়াও ডিজিটাল মিডিয়ায় দেখা যাবে এই প্রতিযোগিতা। মোবাইলে JioCinema অ্যাপে ম্যাচ দেখা যাবে। অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোর এবং আইওএস ইউজাররা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। ট্যাব এবং স্মার্ট টিভিতেও এই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে ম্যাচ।
ডেস্কটপ থেকে দেখতে চাইলে জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ইংরাজি, হিন্দি, বাংলা, মালয়ালম এবং তামিল ভাষায় হবে সম্প্রচার। সংস্থা জানিয়েছে, এর জন্য কোনো অতিরিক্ত খরচ নেই। জিও সিনেমাতে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে খেলা।