চার বছর আগে, ফিফা বিশ্বকাপ ২০১৮-য় সেরা ১৬-র লড়াইয়ে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান।
সেই পরাজয়ে হতাশ এবং মর্মাহত হওয়ার পরেও জাপানি ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে ফেলে যাওয়া অন্য দর্শকদের আবর্জনা পরিষ্কার করে তাদের জাত চিনিয়েছিলেন।
জাপানি ফুটবল অনুরাগীদের সেই ব্যতিক্রমী আচরণ নজর কেড়েছিল নেটিজেনদের। এ বার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অগ্রাধিকারের তালিকায় রেখেছেন তাঁরা। এ বারও তাঁদের সেই একই রকমের আচরণ মন ছুঁয়ে যাচ্ছে কাতারের।
এ বারও কাতার এবং ইকুয়েডরের মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেক পরে আল বায়েত স্টেডিয়াম থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের হতবাক করে দিয়েছেন জাপানিরা। নিজেদের দেশের জাতীয় রঙের পোশাক পরে একটার পর একটা স্ট্যান্ডে গিয়ে প্লাস্টিকের বোতল, কাগজের কাপ এবং খাবারের প্যাকেট তুলে নিচ্ছিলেন তাঁরা।
এক জাপানি দর্শককে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কেন এটা করছেন?’। তাঁর উত্তর, “আমরা জাপানি, এবং আমরা কখনোই আবর্জনা ফেলে যাই না। আমরা যে কোনো জায়গাকে সম্মান করি।”
বলে রাখা ভালো, ওই দিন তাঁদের অবশ্য কোনো ম্যাচ ছিল না। বুধবার মাঠে নামছে জাপান। ওই দিন জার্মানির মুখোমুখি হবে তারা।