কলকাতা: শিয়ালদহ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃত তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জলি কুমারী।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সকালে তরুণীর দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত আবাসন থেকে। পরে মৃতার নাম ও পরিচয় জানা যায়। জানা যায়, আদতে বিহারের বাসিন্দা অঞ্জলি কুমারী। কিন্তু তিনি কী ভাবে এবং কার সঙ্গে কলকাতায় এসেছিলেন, তা তদন্তসাপেক্ষ।
প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে বছর আঠেরোর ওই তরুণীকে। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার এন্টালি থানায় এলাকায়। অন্য কোথাও তরুণীকে খুন করে দেহ ওই ঘরে ফেলে দেওয়া হয়েছে কি না, সেটাও প্রশ্ন।