কলকাতা: ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হচ্ছে ২০২৩ সালের ৩০ জানুয়ারি। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এ বারের থিম কান্ট্রি স্পেন।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, গত কয়েক বছরের মতো এ বারও বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্কে আয়োজিত হচ্ছে মেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও সে দিন উপস্থিত থাকবেন অন্য বিশিষ্ট ব্যক্তিরা। বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
গতবছর বইমেলায় ৫৭০টি স্টল বসেছিল। হয়েছিল ২৪০টি লিটল ম্যাগাজিন স্টল। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তাই উৎসাহিত হয়ে নতুন প্রকাশকেরা এগিয়ে আসছেন বলে জানিয়েছে গিল্ড। এ বছর স্টলের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। শুধু বই নয়, থাকবে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়-সহ অন্য সদস্যরা। উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্ট্রদূত জোসে মারিয়া রিডাও ডমিংগেজ। বইমেলার মাধ্যমে ভারত এবং স্পেনের সংস্কৃতির মেলবন্ধন অনেকটাই বাড়বে বলে আশাপ্রকাশ করেন বইমেলা কর্তৃপক্ষ এবং স্পেনের রাষ্ট্রদূত।