প্রথম পাতা খবর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-য় যেতে পারল না টিউনিসিয়া

বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-য় যেতে পারল না টিউনিসিয়া

280 views
A+A-
Reset

কাতার: বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েও এ বারের বিশ্বকাপে শেষ ১৬-য় যেতে পারল না টিউনিসিয়া। তাদের শেষ ১৬-য় যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল অস্ট্রেলিয়া।

বুধবার এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টিউনিসিয়া ১-০ গোলে হারায় ফ্রান্সকে। ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের সীমানায় হানা দিতে শুরু করে টিউনিসিয়া। মিনিট দশেকের মধ্যেই ইনডিরেক্ট ফ্রি-কিক থেকে ফ্রান্সের গোলে বল ঢুকিয়ে দেয় টিউনিসিয়া। কিন্তু লাইন্সম্যানের ফ্ল্যাগ জানায় অফসাইড। মিনিট পাঁচেক পরে ওয়াহবি খাজরি পড়ে যান ফ্রান্সের পেনাল্টি বক্সে। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। টিউনিসিয়ার আক্রমণ চলতে থাকে। ম্যাচের ৩৯ মিনিটে খাজরির শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলকিপার স্টিভ মানদান্দা। এর পর ম্যাচের ৫৮ মিনিটে গোল করে বসে টিউনিসিয়া। দলের অধিনায়ক খাজরি গোল করেন।

ও দিকে, আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারায় ডেনমার্ককে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় একমাত্র গোল করেন অস্ট্রেলিয়ার ম্যাথু লেকি। একক দক্ষতায় গোল করেন তিনি। ডেনমার্কের গোলকিপার কাসপার শ্মেইচেলের কিছু করার ছিল না।

গ্রুপ ডি থেকে ফ্রান্স আগেই শেষ ১৬-য় চলে গিয়েছিল। তাই টিউনিসিয়ার কাছে এ দিনের পরাজয়ে তাদের কোনো ক্ষতি হয়নি। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ডেনমার্ককে হারিয়ে অস্ট্রেলিয়াও ৬ পয়েন্ট সংগ্রহ করে শেষ ১৬-য় চলে গেল। কিন্তু গোল-পার্থক্যের হিসাবে ফ্রান্স হল গ্রুপ চ্যাম্পিয়ন। এ বারের মতো বিদায় নিল টিউনিসিয়া ও ডেনমার্ক। তাদের ঝুলিতে যথাক্রমে ৪ ও ১ পয়েন্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.