প্রথম পাতা খবর ভাঙড়ে বোমা-অস্ত্র উদ্ধারে গ্রেফতার আইএসএফ নেতা

ভাঙড়ে বোমা-অস্ত্র উদ্ধারে গ্রেফতার আইএসএফ নেতা

329 views
A+A-
Reset

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় আইএসএফের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আমির আলি ওরফে ফিট্টু। তাঁর দাবি, “আইএসএফ করার অপরাধেই আমাকে ফাঁসানো হচ্ছে।” 

বুধবার গভীর রাতে ভাঙড়ের কাশীপুর থানার নাটাপুকুর গ্রামে হানা দেয় পুলিশ। বন্দুক-বোমা ও বিপুল পরিমাণে বোমা তৈরির মসলা ও বোমা বাঁধার সরঞ্জামের হদিশ মেলার পর পুলিশ ওই কারখানার মালিক নবিরুল মোল্লা ও তাঁর ছেলেকে গ্রেফতার করে। সে সময় নবিরুল দাবি করেছিলেন, আমির আলি এর সঙ্গে জড়িত। এরপরই আইএসএফ কর্মী আমিরকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত নবিরুল মোল্লার দাবি ছিল, তিনি আইএসএফ করেন। আইএসএফ-এর চাপেই বোমার কারবার চলত বলে বিস্ফোরক দাবি করেছেন ধৃতের স্ত্রী। অন্য দিকে, সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক।

ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির দাবি করেন, আইএসএফ নয়, ধৃত নবিরুল শাসকদলের আশ্রিত দুষ্কৃতী। এর আগে একাধিকবার সে আইএসএফ কর্মীদের হুমকি দিয়েছে। এলাকায় বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.