কাতার: বিশ্বকাপের শেষ ১৬-য় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। এ দিন আরও একটি গোল করেন লিওলেন মেসি। আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার করা গোলটিও আর্জেন্তিনার দৌলতে পাওয়া। আত্মঘাতী গোল করেন এনজো ফার্সনান্ডেজ।
খেলার শুরু থেকেই বলের দখল ছিল আর্জেন্তিনার কাছে। ছোট ছোট পাসে আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন মেসিরা। অন্য দিকে রক্ষণ মজবুত রেখে প্রতি আক্রমণে খেলার লক্ষ্যে নেমেছিল অস্ট্রেলিয়া।
৩৫ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙলেন মেসি। কর্নার ফ্ল্যাগের কাছে আর্জেন্তিনার ফুটবলারকে ফাউল করায় ফ্রিকিক পায় আর্জেন্টিনা। ফ্রিকিক থেকে সরাসরি গোল না হলেও ফিরতি বল পান মেসি। দি পলের সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
৫৭ মিনিটে অজি কিপার রায়ানের ভুলে আরও একটি গোল খেয়ে যায় অস্ট্রেলিয়া। এ বার গোল করেন জুলিয়ান আলভারেস। গোলরক্ষকের দোষে গোল খায় অস্ট্রেলিয়া।
৭৭ মিনিটে অস্ট্রেলিয়া একটি গোল পায় আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজের জন্য। বক্সের মধ্যে গুডউইনের জোরালো শট এনজোর মাথায় লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।
ও দিকে, এ বারের বিশ্বকাপে যাত্রা শেষ হল মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। এই নিয়ে সাত বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোল নেদারল্যান্ডস।