প্রথম পাতা খবর গুজরাতে ১০০-য় ১০০ পাবে বিজেপি, দিল্লি যাওয়ার আগে কটাক্ষ মমতার

গুজরাতে ১০০-য় ১০০ পাবে বিজেপি, দিল্লি যাওয়ার আগে কটাক্ষ মমতার

406 views
A+A-
Reset

কলকাতা: আগামী বছর জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে সোমবার দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একহাত নিলেন বিজেপিকে। একই সঙ্গে গুজরাত বিধানসভা ভোট নিয়ে তাঁর কটাক্ষ, “বিজেপি ১০০-য় ১০০ পাবেই।”

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপিকে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “টাকা, গুন্ডা আর অস্ত্র আসছে বিজেপির জন্য। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে এ সব আনছে ওরা। পুলিশ পরীক্ষাও করতে পারে না। এ সব না করে রাজনৈতিক ভাবে লড়তে বিজেপিকে আবেদন জানাচ্ছি”।

গুজরাত ভোট নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি ১০০-য় ১০০ পাবে।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করতেও ছাড়েননি মমতা। তাঁর কথায়, “নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার সময়ও রোড শো করেন প্রধানমন্ত্রী। ওঁরা তো স্পেশ্যাল! এর জন্য নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। তা হলে তো বিজেপি ১০০-য় ১০০ পাবেই।”

আগামী বছর জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারত। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতেই দিল্লি যাচ্ছেন মমতা। জি-২০র লোগোতে পদ্ম চিহ্নের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের একাংশ।

এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ কথা ঠিকই পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু জাতীয় কোনো চিহ্ন ব্যবহার করতে তো বাঘ, ময়ূর বা অন্য কিছুও ব্যবহার করা যেত। কিন্তু বিজেপির চিহ্ন পদ্ম, যা কিনা আমাদের দেশের জাতীয় ফুলও বটে, তার ব্যবহার নিয়ে অন্যরা প্রশ্ন তুলতেই পারেন। আমি তুলছি না। কিন্তু আমাকেও নানা মহলের প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম কেউ প্রশ্ন করতেই পারেন। আমি আগেই দেখেছি, জি-২০ লোগোতে পদ্মের ব্যবহার, আমরা প্রশ্ন তুলিনি। কারণ দেশের কথা বাইরে গেলে, তা ভাল লাগে না। কিন্তু আমি না কথা তুললেও অন্য কেউ তো তুলতেই পারেন”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.