অমদাবাদ: সপ্তম বারের জন্য গুজরাতের ক্ষমতায় ফিরছে বিজেপি। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি শপথ নেবেন আগামী ১২ ডিসেম্বর।
গুজরাত বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৯২টি আসন। এখনও পর্যন্ত (দুপুর আড়াইটা) ১৫৮টি আসনে এগিয়ে/ জয়ী বিজেপি। বাকি আসনগুলির মধ্যে কংগ্রেস, আপ এবং অন্যান্য এগিয়ে/জয়ী যথাক্রমে ১৬, ৫ এবং ৩টি আসনে।
BJP's Bhupendra Patel to take oath as chief minister of Gujarat for the second time on 12th December. pic.twitter.com/wK3tXJxFYA