কলকাতা: মাঝ ডিসেম্বরেও শীতের দেখা নেই। আরও কিছুটা বাড়ল দিনের ও রাতের তাপমাত্রা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে তাপমাত্রার পারদ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। ফিরবে শীতের আমেজ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এ দিন সকাল থেকে কুয়াশা থাকলেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। গত শনিবার দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কেটে গিয়েছিল রাজ্যে।
জাঁকিয়ে শীতের পথে বাধা বলে মনে করা হচ্ছে নিম্নচাপকে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মন্দৌস বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক এবং কেরল সংলগ্ন এলাকায়। ক্রমশ শক্তি বাড়িয়ে যা ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাওয়ার কথা। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে পূর্ব দিকে গেলে সিকিম ও সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সমান সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে।