প্রথম পাতা বিনোদন অমিতাভ-জয়া থেকে শাহরুখ-সৌরভ, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যেন চাঁদের হাট!

অমিতাভ-জয়া থেকে শাহরুখ-সৌরভ, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যেন চাঁদের হাট!

295 views
A+A-
Reset

কলকাতা: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

অমিতাভ বচ্চন থেকে মহেশ ভাট, শাহরুখ খান থেকে কুমার শানু– কে নেই নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে? দেখা হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আদর করতে দেখা গেল জয়া বচ্চনকে। সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, অরিজিত সিংও উপস্থিত ছিলেন মঞ্চে। ছিলেন রঞ্জিৎ মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ-সহ বাংলার তারকারাও।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খানিক মজা করেন জয়া বচ্চন। বক্তব্যের শেষ দিকে তিনি অবশ্যই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ধন্যি মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “মমতা, তুমি জানো আমি সবসময় তোমার সঙ্গে আছি”।

প্রদীপ জ্বালিয়ে এ বছরের চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন বিগ-বি অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস-সহ বিভিন্ন সেলিব্রিটিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার আরেক নাম লড়াই, মানবিকতা-শিক্ষা-শিল্পের জন্য লড়াই করে। বাংলা কারও কাছে মাথা নত করে না, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। একদিন বাংলা সিনেমা বলিউড-হলিউড দখল করবে”। একই সঙ্গে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী।

এ বারের চলচ্চিত্র উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। শহর জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ১৮৩টি ছবি। নন্দন ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থের মতো জায়গায় দেখানো হবে দেশ-বিদেশের সিনেমা। স্পেশাল ট্রিবিউট জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, শিবকুমার শর্মা , প্রদীপ মুখোপাধ্যায়দের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.