কলকাতা: বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে এ বার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন, “সিবিআই হেফাজতে যদি কারও মৃত্যু হয়ে থাকে, তা হলে সেই দায় কি আপনারা এড়িয়ে যেতে পারেন”?
এ দিন অনুব্রত মণ্ডলের জামিনের মামলা চলছিল হাইকোর্টে। সেই শুনানিতেই অনুব্রতের জামিনের বিরোধিতা করেছে সিবিআই। তারা জানিয়েছে, বগটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর এই মামলার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাই এই অবস্থায় অনুব্রতের জামিন দেওয়া কোনও ভাবেই উচিত নয়।
এ প্রসঙ্গেই বিচারপতির মন্তব্য, “একজন মানুষের মৃত্যু হল সিবিআই হেফাজতে। সে ওই মামলার মূল অভিযুক্ত। আপনার হেফাজতে যদি কারও মৃত্যু হয়, তাহলে তার দায় আবেদনকারীর উপর বর্তায় না। আপনারা বলছেন, আত্মহত্যা। সেটা কি স্বাভাবিক মৃত্যু? যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর নিশ্চিত জরুরি”।
এখানেই না থেমে বিচারপতির প্রশ্ন, ‘‘বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি সিবিআইয়ের কর্তব্য নয়? এখন অন্যদের দোষ দিচ্ছেন?’’
আরও পড়ুন: জিভ কেটে নিয়েছে সিবিআই! বিস্ফোরক অভিযোগ মৃত লালন শেখের স্ত্রীর