কলকাতা: বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নির্বাচন কলকাতা মেডিক্যাল কলেজে। নিজেরাই নির্বাচন প্রক্রিয়া করতে চলেছেন পড়ুয়ারা।
ছাত্র ভোট করানোর দাবিতে অনশন করছিলেন আন্দোলনকারীরা। অনশন চলাকালীন বেশ কিছু পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন। সোমবার ১২ দিন পর সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ অনশন প্রত্যাহার করেন তাঁরা। ছাত্রভোটের দাবিতে অনড় থেকেও অনশন প্রত্যাহারের পর নির্বাচন প্রক্রিয়া শুরু করলেন তাঁরা।
পড়ুয়াদের তরফে নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন চলবে। ওই দিনই দুপুর সাড়ে ৩টের পর গণনা শুরু হবে।
নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এ দিন সকাল ১০টা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে বুধবার সকাল ১০টা পর্যন্ত। বুধবার দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বুধবার দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
সমাজের চারজন বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে দাবি ছাত্রদের। বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র, আম্বিকেশ মহাপাত্র তত্ত্বাবধানে এই নির্বাচন সংগঠিত হবে বলে জানা গিয়েছে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের জন্য সুজাত ভদ্রকে ইমেল পাঠাবেন।