কলকাতা: শেষ হতে চলল ডিসেম্বর। মাঝে সাময়িক দেখা মিললেও শেষ কয়েক দিন ধরে কার্যত উধাও শীত। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় ঘরে ঘরে রোগের প্রকোপ। এমন আবহাওয়ায় মশার উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই কারণে মশাবাহিত রোগ থেকে বাঁচতে পুরসভার তরফে মানুষকে সতর্ক করা হল।
বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ। ফলে কোনও সামান্য আর্দ্র পরিবেশ পেলেই ডিম পাড়ায় সক্ষম হয় মশারা। তার উপর কোনও জায়গায় যদি জল জমে থাকে, তা হলে তো আর রক্ষা নেই। তাই মশাবাহিত রোগ থেকে বাঁচতে যা যা সতর্কতা নেওয়া দরকার, তার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
এমন অবস্থায় কোনওভাবেই যাতে বাড়িতে জল জমা না থাকে সে বিষয়ে সতর্ক করছে পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মশারা বংশবিস্তারের আদর্শ পরিবেশ পেয়েছে। টায়ার, শোলার বাক্স, জঞ্জালের জায়গায় কোনওভাবেই জল ফেলা যাবে না। সেই জলে মশা বংশবিস্তার করবে”।
অন্য দিকে, চিকিৎসকদের মতে, শীত পুরোদমে পড়ছে না বলে, মিশ্র এই আবহাওয়াতে মাথা চাড়া দিয়ে উঠছে রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। এতে সর্দি কাশি, গলা ব্যাথা, জ্বর বাড়তে পারে।