বিমানে মহিলা সহযাত্রীর গায়ে মদ্যপের প্রস্রাব কাণ্ডের ঘটনায় প্রথম থেকেই এয়ার ইন্ডিয়ার দিকে গাফিলতির অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন। এ বার আত্মসমালোচনার সুর শোনা গেল টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের কথায়।
গত ২৬ নভেম্বরে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। ৭২ বছর বয়সি সেই যাত্রী ঘটনার কথা জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার ওই উড়ানের ক্রুদের। তবে তখনই অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছিলেন ওই বৃদ্ধা। পরে জাতীয় মহিলা কমিশন এই ঘটনা নিয়ে সক্রিয় হয়। সেই ঘটনা নিয়েই এখন শুরু হয়েছে চাঞ্চল্য।
সেই ঘটনা নিয়ে বিবৃতি জারি করে এন চন্দ্রশেখরণ বলেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এ রকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে।
প্রসঙ্গত, দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিকর ৩৫৪, ৫১০, ৫০৯ ও ২৯৪ নম্বর ধারার অধীনে মামলা রুজু হয়েছে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে শঙ্করের।