প্রথম পাতা খবর জোশীমঠ বিপর্যয়! প্রাথমিক আর্থিক সাহায্য-সহ ত্রাণ ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

জোশীমঠ বিপর্যয়! প্রাথমিক আর্থিক সাহায্য-সহ ত্রাণ ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

310 views
A+A-
Reset

জোশীমঠে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকা ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। বুধবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং ফাটলের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকার ফাটলের ঘটনায় আতঙ্কের প্রহর গুনছে স্থানীয় বাসিন্দারা। ভিটেমাটি ছেড়ে শয়ে শয়ে মানুষকে এই ঠান্ডায় রাস্তায় নেমে আসতে রাস্তায়। প্রশাসনের তরফ থেকে বিকল্প ব্যবস্থা করা হলেও অনেকেই এখনও ফাটল ধরা ঘরেই মাথাগুঁজে রয়েছেন।

এ দিন ফাটল-বিধ্বস্ত জোশীমঠ শহর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রাথমিক ভাবে দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে।

প্রসঙ্গত, জোশীমঠে ৭০০-র বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং দু’টি হোটেল। সেই বাড়িগুলিতে প্রশাসনের তরফে লাল কালি দিয়ে ‘ক্রস’ চিহ্ন করে পরিবারগুলিকে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত, বিপজ্জনক এই ভবনগুলি ভেঙে ফেলা হবে।

বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তের পরই বদ্রীনাথের লাইনে ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের কারণে অনিরাপদ কাঠামো ভেঙে ফেলা বন্ধ হয়ে গিয়েছে। এখন ক্ষতিপূরণ ঘোষণার পর পরিস্থিতি বদলায় কি না, সেটাও দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.