প্রথম পাতা খবর টাকা নিয়ে গিয়েছে আয়কর দফতর, আইনি লড়াইয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক

টাকা নিয়ে গিয়েছে আয়কর দফতর, আইনি লড়াইয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক

235 views
A+A-
Reset

কলকাতা: আয়কর দফতরের তল্লাশি অভিযানে বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও চালকল থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন। এরই মধ্যে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক।

বুধবার জাকিরের বাড়ি, বিভিন্ন কারখানা ও কার্যালয়ে হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিধায়কের বাড়ি থেকে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

জাকির হোসেন বলেন, “খাতায়-কলমে আমাদের সবকিছুই ঠিক রয়েছে। আমার ৬০ হাজার শ্রমিক এবং কলেজের স্টাফ রয়েছেন। যে টাকা নিয়ে গিয়েছে, তাতে কলেজের টাকা ছিল, আমার স্ত্রীর টাকাও ছিল। আমরা আইনি লড়াই লড়ব। আমরা চাই সুস্থ সমাধান হোক। আমরা প্রতিষ্ঠিত ব্যবসাদার। আমরা মুর্শিদাবাদের এক নম্বর করদাতা।”

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন জাকির হোসেন। অল্প বয়সেই ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটিয়ে রাজ্যের অন্যতম শিল্পপতিদের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। আয়কর দফতরের সাম্প্রতিক পদক্ষেপে তাঁর অভিযোগ, “কর দিয়েও অপদস্ত হতে হচ্ছে। ১১ কোটি অনেকে দেখাচ্ছে। তা ঠিক নয়। ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে গিয়েছে। যে টাকা নিয়ে গেছে তা আইনি টাকা। আমরা তা ফেরত পাব”।

এরই মধ্যে আশ্চর্যজনক ভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় জাকিরের জমা দেওয়া হলফনামাটি ‘উধাও’ হয়ে গিয়েছে। কমিশনের এক আধিকারিক আশ্বাস দিয়েছেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.