প্রথম পাতা খবর পুণ্যস্নানের আগেই উপচে পড়া ভিড় গঙ্গাসাগরে

পুণ্যস্নানের আগেই উপচে পড়া ভিড় গঙ্গাসাগরে

249 views
A+A-
Reset

কোভিড-কাঁটা কাটিয়ে প্রায় দু’বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে গঙ্গাসাগর মেলা। য়ে কারণে মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যস্নান ১৪ এবং ১৫ জানুয়ারি। বিগত কয়েক বছরের তুলনায় এ বার যে অনেক বেশি সংখ্যক পুণ্যার্থী গঙ্গাস্নানে আসবেন, সেটা আগাম অনুমানের মধ্যেই ছিল। এ বারের গঙ্গাসাগর মেলায় যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকমের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের পাশাপাশি এ বারের মেলায় সরাসরি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

শুক্রবার দেখা গেল, মকর সংক্রান্তির পুণ্যতিথির প্রাক্কালে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় এ বছর গঙ্গাসাগর মেলায়। পুণ্যস্নানের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, গঙ্গা আরতি, বাংলার পাঁচ মন্দিরের মডেল এ বার বিশেষ আকর্ষণ পর্যটকদের কাছে। আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হবে। তার আগেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

আগত পুণ্যার্থীদের জন্য যাবতীয় বন্দোবস্ত করেছে প্রশাসন। পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার। এমনকী শিশু-সহ আসা মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুধের। দেওয়া হচ্ছে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও। সবমিলিয়ে জমজমাট এ বারের গঙ্গাসাগর মেলা। প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০ লক্ষের মতো পূণ্যার্থী এ বার মেলায় আসার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.