প্রথম পাতা খবর মেধাশ্রী: ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যে আরও এক নয়া সরকারি প্রকল্প

মেধাশ্রী: ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যে আরও এক নয়া সরকারি প্রকল্প

214 views
A+A-
Reset

আলিপুরদুয়ার: রাজ্যে শুরু হচ্ছে আরও এক নয়া সরকারি প্রকল্প। বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার থেকে রাজ্যে বসবাসকারী সমস্ত ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

এ দিন মমতা বলেন, “যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে। এই যে ওবিসিদের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা বলেছি ৮০০ টাকা করে দেব, নাম দিয়েছি মেধাশ্রী। আজ থেকে ওবিসিরা পাবেন মেধাশ্রী স্কলারশিপ”।

প্রসঙ্গত, এ দিন মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন। কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাব না। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেব।”

*সংগৃহীত প্রতীকী ছবি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.