কলকাতা: শনিবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। ভাঙড়ের উত্তেজনার রেশ এসে পৌঁছল শহরের প্রাণকেন্দ্রে। আটক আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাতিশালায় পতাকা লাগানোকে ঘিরে বোমা-গুলি চালনার অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত হয়েছে চার জন।
এ দিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার কলকাতায় সভা ছিল আইএসএফের। দলের কর্মীরা বিক্ষোভ দেখানোর পর তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
আইএসএফ কর্মীদের হটাতে ধর্মতলায় মোতায়েন করা হয় পুলিশের বিশাল বাহিনী। ঘটনায় প্রকাশ, আইএসএফ কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের। অন্য দিকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি আইএসএফ কর্মীদের। পুলিশের কিয়স্কগুলিতে হামলা চলে। কোথাও কোথাও পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। ভেঙে ফেলে দেওয়া হয় গার্ডরেল। অবরোধকারীদের হটাতে ব্যাপক লাঠিচার্জও শুরু করে পুলিশ।