প্রথম পাতা খবর ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন আজ

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন আজ

242 views
A+A-
Reset

কলকাতা: আজ (৩০ জানুয়ারি) পথচলা শুরু ৬৪তম ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। সোমবার সল্টলেক বইমেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হচ্ছে বইমেলার।

বইমেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এ বারের থিম কান্ট্রি স্পেন। থাকবে একাধিক বিদেশি প্রকাশনার স্টলও।

পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, এবারের বইমেলার স্বাদ একটু অন্যরকম। বলা ভালো, আরও গোছানো। এবার আবোল তাবোলের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে শিশুদের হাতে উপহার হিসাবে হাজারের বেশি বই তুলে দেওয়া হবে। এছাড়াও, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণ নাগরিকদেরও আনুষ্ঠানিকভাবে বই উপহার দেওয়া হবে।

বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার স্টলের সংখ্যা ৯৫০। গতবার ৬৫০ ছিল। ৫০ স্কোয়ার ফুটের স্টল এর আগে বইমেলায় হয়নি। সর্বনিম্ন হতো ১০০ স্কোয়ার ফুটের। নতুন প্রকাশকদের জন্য ৫০ স্কোয়ার ফুটেরও প্রায় ৭০টি স্টল করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.