কলকাতা: সোমবার থেকে জেলা সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে এ বারের সফরের অন্যতম গুরুত্ব রয়েছে বীরভূমকে কেন্দ্র করে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী।
এ দিনে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষ করেই বিধাননগর থেকে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙ্গা হেলিপ্যাড পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ফের বোলপুর থেকে হেলিকপ্টারে করে রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতার। কর্মসূচি শেষে আবারও হেলিকপ্টারে করে বোলপুর ফিরে যাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন মমতা।
বুধবার রাতেও বোলপুরেই থাকার কথা মুখ্যমন্ত্রীর। পরদিন বৃহস্পতিবার, বর্ধমান যাবেন তিনি। বর্ধমানে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। কর্মসূচি শেষ করে করে হেলিকপ্টারেই কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখযোগ্য ভাবে, গত বছর ১১ আগস্ট বোলপুরের বাড়ি থেকে সিবিআই গ্রেফতার করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। সিবিআইয়ের হাতে তাঁর গ্রেফতার হওয়ার পর এই প্রথম শান্তিনিকেতন যাবেন মুখ্যমন্ত্রী।
গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআই হেফাজতে থাকলেও, এখনও অনুব্রতকেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে রেখে দিয়েছেন মমতা। যদিও মুখ্যমন্ত্রীর এই সফরকে পুরোপুরি প্রশাসনিক বলেই উল্লেখ করা হচ্ছে। কিন্তু অনুব্রতর অনুপস্থিতিতে মমতার জেলা সফরকে রাজনৈতিক ভাবেও গুরুত্বপূর্ণ বলছেন প্রশাসনিক বৃত্তের একাংশ। কারণ, আগামী এপ্রিল-মে মাসে পঞ্চায়েত নির্বাচন।