239
নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন পণ্যের শুল্কের বেশ কিছু পরিবর্তন ঘোষণা করা হয়েছে। যা কার্যকর হলে কিছু প্রয়োজনীয় পণ্যের দাম নতুন করে বাড়বে অথবা কমবে।
বাজেট পেশ হতেই চলছে অর্থনৈতিক বিশ্লেষণ। তবে সাধারণ মানুষের নজর থাকে কোন জিনিসের দাম কমছে আর বাড়ছে-ই বা কীসের। অর্থমন্ত্রীর বক্তৃতায় মিলেছে তেমনই কিছু আভাস।
দাম কমছে
মোবাইল ফোন
টেলিভিশন
ক্যামেরার লেন্স
কৃত্রিম হিরে
চিংড়ির খাদ্য
লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির যন্ত্রপাতি
বৈদ্যুতিন গাড়ি তৈরির কাঁচামাল
দেশে তৈরি সাইকেল
দেশে তৈরি খেলনা
দাম বাড়ছে
সিগারেট
সোনা
রুপো
প্ল্যাটিনাম
আমদানিকৃত রাবার
ইমিটেশনের গয়না
আমদানিকৃত সাইকেল
আমদানিকৃত তৈরি খেলনা
আমদানিকৃত রান্নাঘরের বৈদ্যুতিক চিমনি
আমদানিকৃত বিলাসবহুল গাড়ি এবং বৈদ্যুতিন গাড়ি