প্রথম পাতা খবর ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় আটক আরও ৫

ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় আটক আরও ৫

283 views
A+A-
Reset

ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় আরও পাঁচ জন আইএসএফ কর্মী-সমর্থককে আটক করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

গত ২১ জানুয়ারি পতাকা লাগানোকে কেন্দ্র করে এই হাতিশালাতেই ব্যাপক সংঘর্ষ বাধে আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। আরাবুল বাহিনীর বিরুদ্ধে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির উপর হামলা চালানোর অভিযোগ তোলে আইএসএফ। অন্যদিকে আইএএসফের বিরুদ্ধে তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পাল্টা অভিযোগ তোলে ঘাসফুল শিবির।

শনিবার ভাঙড় জুড়ে চলে তল্লাশি অভিযান। হাতিশালায় পৌঁছয় ফরেন্সিক দল। গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি পুড়ে যাওয়া পার্টি অফিস ও ভেঙে যাওয়া পার্টি অফিস থেকে নমুনা সংগ্রহ করেন।

পুলিশের দাবি, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিককে জেরা ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এই আইএসএফ সমর্থকদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.