অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানে অল আউট হল ভারতীয় দল। শনিবার ম্যাচের তৃতীয় দিন ২২৩ রানের লিড নিল টিম ইন্ডিয়া। ঝোড়ো ব্যাটিং করেন মহম্মদ শামি।
উল্লেখযোগ্য ভাবে, যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা খেলতে হিমশিম খেলেন সেই পিচে শামিও সোজা ব্যাটে খেললেন। ৪৭ বলে ৩৭ রান করে আউট হন শামি।
ভালো ব্যাট করছিলেন অক্ষর। কিন্তু শামি আউট হওয়ার পরে রানের গতি বাড়ানোর চাপ ছিলই। এরই মধ্যে ছিল সেঞ্চুরির হাতছানি। সেই দিকেই এগোচ্ছিলেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু ৮৪ রানের মাথায় প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান তিনি। হাতছাড়া হয় শতরান।
অন্য দিকে, অন্য দিকে খুব ভালো বল করলেন টড মারফি। এ দিন শুরুর কয়েক ওভারের মধ্যেই জাডেজাকে আউট করেন তিনি। শামিও আউট হন তাঁর বলে। ৪৭ ওভার বল করে ১২টি মেডেন-সহ ১২৪ রানের বিনিময়ে এই ইনিংসে ভারতের ৭টি উইকেট তুলে নিয়েছেন মারফি।