প্রথম পাতা খবর ‘দাদার ব্যাগ বয়ে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না’, মাথাভাঙায় আবারও মনে করালেন অভিষেক

‘দাদার ব্যাগ বয়ে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না’, মাথাভাঙায় আবারও মনে করালেন অভিষেক

299 views
A+A-
Reset

শুক্রবার ত্রিপুরাতে জনসভা সেরে শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভা থেকে আবারও জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচনে যোগ্যতমকেই টিকিট দেওয়া হবে।

সামনে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই জেলায় জেলায় সভা শুরু করেছেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এ দিন মাথাভাঙার সভা থেকেও পঞ্চায়েত ভোট নিয়ে বড়ো বার্তা দিলেন অভিষেক। তিনি বলেন, “আজ আবার বলছি , গ্রামের মানুষ যাকে সার্টিফিকেট দেবে তাকেই প্রার্থী করা হবে পঞ্চায়েতে। কোনো দাদার ব্যাগ বয়ে প্রার্থী হওয়া যাবে না।”

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদেরও লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে অভিষেক বলেন, “যে নেতা-কর্মীরা রয়েছেন আজ, সভামঞ্চে যাঁরা রয়েছেন, কাল থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন। মানুষ তৃণমূলকে চান। কয়েকটা মানুষের কুকর্ম, অপকর্মের জন্য মুখ ফিরিয়েছেন। দলের জন্য মানুষের কাছে মাথানত করতে প্রস্তুত আমি। বাংলার সম্মানের জন্য় মাথানত করব। কিন্তু দু’চারজনের জন্য দলের মাথা নত হলে, আমি ছেড়ে কথা বলব না, সে যতই দাদার ছত্রছায়ায় থাকুন না কেন”।

তবে একই সঙ্গে তিনি বলেন, “এখন লোকসভা বা বিধানসভা নির্বাচন নেই। পঞ্চায়েত নির্বাচনে মাস তিনেক বাকি। আজকে ভোট চাইতে আসিনি। পরপর দুটো নির্বাচনে আমাদের ভুল ত্রুটির কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। আমাদের ভুলের জন্য, ২০১৯ এবং ২০২১-এ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে এই সমাবেশ পালা বদলের সমাবেশ”।

বিজেপি-কে নিশানায় রেখে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “২০২১ সালে মানুষ সাতটি আসনে জিতিয়েছিলেন বিজেপিকে। একজনও মানুষের দাবি নিয়ে সরব হয়নি। যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আজ বুঝতে পারছে খাল কেটে কুমির এনেছে। আজ মানুষ বুঝতে পেরেছে বিজেপিকে ভোট দিয়ে কতটা ভুল করেছে। কয়েকটা লোকের অপকর্মের জন্যে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.