ব্যারাকপুর: রবিবার ভরদুপুরে ভাটপাড়ায় গুলির শব্দ। ইটভাটার পাশ খেতে উদ্ধার এক ব্যবসায়ীর দেহ। পুরো ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
ঘটনায় প্রকাশ, এ দিন দুপুরে পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ফিঙাপাড়া এলাকায় একটি ইটভাঁটার পাশ থেকে গুলির শব্দ পান এলাকাবাসী। ছুটে এসে তাঁরা দেখেন, এমব্রস ইটভাঁটার পাশে একটি ফাঁকা জায়গায় এক যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশেই পড়ে একটি আগ্নেয়াস্ত্র।
সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ভাটপাড়া থানায়। ওই যুবকের দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি ৬৪ পল্লি এলাকায়। তাঁর পকেট থেকে একটি কাগজ ও কার্তুজ পাওয়া গিয়েছে। তবে কাগজটি সুইসাইড নোট না অন্য কিছু, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।
প্রাথমিক অনুমান, ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। মৃত যুবকের পকেটে ছিল আরও দুটি কার্তুজ। মৃত যুবকের প্রতিবেশীরা জানাচ্ছেন, মেটিয়াবুরুজ এলাকায় তাঁর কাপড়ের ব্যবসা ছিল, যা তিন মাস ধরে বন্ধ। তবে ঠিক কী কারণে এই নির্জন এলাকায় আত্মঘাতী হলেন, না কি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।