কলকাতা: অধ্যক্ষের চেয়ারের অসম্মান করার অভিযোগে রাজ্য বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই প্রত্যাহার করে নেওয়া হল সেই প্রস্তাব।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন শুভেন্দু। অধ্যক্ষের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। শুভেন্দু অভিযোগের সুরে বলেন, “রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে।” রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গও ছিল না বলে অভিযোগ করেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করে রাখার প্রস্তাব জমা পড়ে।
অধ্যক্ষের অভিযোগ, তাঁর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার কথা ঘোষণা করেন তিনি। পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানান শুভেন্দু।
এরই মধ্যে রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি বক্তব্য রাখতে উঠে শুরুতেই অধ্যক্ষের কাছে ‘শুভেন্দুর হয়ে ক্ষমা’ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিধানসভার তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার হয়ে ক্ষমা চাওয়ায় ওই সাপপেনশন প্রত্যাহার করে নিয়েছেন অধ্যক্ষ।