প্রথম পাতা খবর ত্রিপুরা ও নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, মেঘালয়ে এগিয়ে এনপিপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

ত্রিপুরা ও নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, মেঘালয়ে এগিয়ে এনপিপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

239 views
A+A-
Reset

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার পর আজ (২৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সুসম্পন্ন হল নাগাল্যান্ড ও মেঘালয়ে। এর পরই প্রকাশ্যে আসছে একের পর এক বুথফেরত সমীক্ষা।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা বলছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৬-৪৫টি আসন জিততে পারে বিজেপি। বামেরা পেতে পারে ৬-১১টি আসন। তিপ্রা মথা পার্টি পেতে পারে ৯-১৬ টি আসন। পাশাপাশি, জি নিউজ-ম্যট্রিজের সমীক্ষা বলছে, বিজেপি ত্রিপুরায় এগিয়ে থাকবে। তাদের সমীক্ষা বিজেপি পাবে ২৯-৩৬ টি আসন। সিপিএম-কংগ্রেস জোট পাবে ১৩-২১টি আসন, তিপ্রা মথা পার্টি পাবে ১১-১৬টি আসন, বাকিরা ০-৩টি আসন পেতে পারে। অন্য দিকে, টাইমস নাও ইটিজি-র সমীক্ষা বলছে, বিজেপি জোট পেতে চলেছে ২৪টি আসন, বাম কংগ্রেস জোট ১৩-২১টি আসন ও তিপ্রা মথা ১৪টি আসন পেতে পারে।

৬০ আসন বিশিষ্ট মেঘালয়েও বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানে ন্যাশনাল পিপলস পার্টি প্রাপ্ত আসন ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে বলেই মনে করে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা। তাদের সমীক্ষা অনুযায়ী, এনপিপি ১৮-২৪টি আসন, কংগ্রেস ১২টি আসন, বিজেপি ৪-৮টি আসন এবং অন্যান্য- ৪-৮টি আসন পাবে। জি নিউজ-ম্যট্রিজের বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এনপিপি ২১-২৬টি আসন, তৃণণূল ৮-১৩টি আসন, বিজেপি ৬-১১টি আসন এবং কংগ্রেস ৩-৬টি আসন ও নির্দল ১০-১৯টি আসন জিততে পারে।

নাগাল্যান্ডে অবশ্য জয়ের হাসি হাসতে পারে বিজেপিই। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (এনডিপিপি) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই একাধিক বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন, এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.