প্রথম পাতা খেলা মহিলা আইপিএলের উদ্বোধনে চমক, পারফর্ম করবেন কৃতি শ্যানন-কিয়ারা আডবাণীরা

মহিলা আইপিএলের উদ্বোধনে চমক, পারফর্ম করবেন কৃতি শ্যানন-কিয়ারা আডবাণীরা

239 views
A+A-
Reset

বিশ্ব জুড়ে প্রাধান্য পাচ্ছে মহিলা ক্রিকেট। পুরুষদের সমস্ত টুর্নামেন্টই এখন খেলছেন মহিলারাও। মহিলাদের বিশ্বকাপ তো আছেই, এ বার ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-ও অনুষ্ঠিত হতে চলেছে।

ঐতিহাসিক মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণটি একটি দুর্দান্ত উপায়ে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টের থিম সং গাইবেন কিংবদন্তি গায়ক শঙ্কর মহাদেবন। বিসিসিআই আরও জানিয়েছে, আগামী ৪ মার্চ নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে প্রথম ম্যাচের আগে থাকছে জমকালো একটি উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী, কৃতি শ্যানন। পাশাপাশি মঞ্চ মাতাবেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্দো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁল্লো।

উদ্বোধনী অনুষ্ঠানে কিয়ারা এবং কৃতি কিছু বলিউড গানে নাচবেন। প্রতিবেদনে বলা হয়েছে, শঙ্করও প্রথম ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত থেকে ডব্লিউপিএল-এর থিম সংটি গাইবেন বলে আশা করা হচ্ছে।

অন্য দিকে, হরমনপ্রীত কৌর থেকে স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ থেকে রেণুকা সিংয়ের মতো ভারতীয় তারকারা তো থাকছেনই, সঙ্গে থাকছেন একঝাঁক বিদেশি মুখ। সবমিলিয়ে ‘স্টার কাস্টিং’য়ে ছেলেদের আইপিএল থেকে কোনো অংশে পিছিয়ে নেই ডব্লুপিএল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.