প্রথম পাতা খবর বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

257 views
A+A-
Reset

কলকাতা: আতঙ্ক নয়, অ্যাডিনোভাইরাস নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে এ রাজ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে লাগাতার শিশুমৃত্যুর খবর আসছে। এরই মধ্যে বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, ফের বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্য়ু হয়েছে। রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের উল্লেখ রয়েছে। ওইদিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, সমস্তরকম ব্যবস্থা নিয়েছে রাজ্য। তিনি বলেন, শিশুমৃত্যুর ক্ষেত্রে অন্যতম কারণ হিসাবে দেখা যাচ্ছে কম ওজন বা প্রিম্যাচিওর বেবির জন্ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রচুর এসএনসিইউ, পিকু, নিকুর ব্যবস্থা রয়েছে। পরিকাঠামোর কোনও অভাব রাখা হয়নি।

মুখ্য়মন্ত্রী আরও বলেন, শীত বিদায়ে গরম পড়ছে। এই বদলের মরশুমে প্রতি বছরই শিশুদের শরীরে সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি, কাশি হয়। ঘাবড়ে না গিয়ে আরও বেশি করে বাড়ির লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমি বারবার বলি, ভয় পাবেন না। ৫ হাজার বেড আমাদের তৈরি। ৬০০ শিশু চিকিৎসক তৈরি…”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.