ঠিক সময়ে ছন্দ ফিরে পাচ্ছে মোহনবাগান। শনিবার যুবভারতীতে ওড়িশা এফসি’কে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন। আইএসএলের সেমিফাইনালে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি।
প্রথমার্ধের ৩৬ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত গোল করেন বুমোস। আর দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেত্রাতোসের বিশ্বমানের ফিনিশ। এই দুই গোলই ম্যাচে নির্ণায়ক হয়ে গেল।
দল দু’গোলে লিড নিতেই গ্যালারিতে আগাম জয়ের সেলিব্রেশনে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা। তবে এরপরেই প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাঠে জ্ঞান হারান এটিকে মোহন বাগানের গোলরক্ষক বিশাল কেইথ। সঙ্গে ছুটে যান দু’দলের মেডিকাল স্টাফ। মাঠে ঢোকে অ্যাম্বুলেন্স। অনেকের চোখেমুখেই তখন আশঙ্কার কালো মেঘ। তবে প্রাথমিক চিকিৎসার পরে জ্ঞান ফেরে তাঁর। হাফ ছেড়ে বাঁচেন সকলেই। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে কেইথকে পাঠানো হয় হাসপাতালে। ম্যাচের বাকি পর্বে তেমন উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।
উল্লেখযোগ্য ভাবে, লিগে একটা সময় টানা ৬ ম্যাচে পয়েন্ট খুইয়ে নক-আউটের পথটাই কঠিন হয়ে পড়েছিল এটিকে মোহনবাগানের। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে সবুজ-মেরুন শিবিরের দুরন্ত প্রত্যাবর্তন অনেকেরই মনে আছে। তারপর মর্যাদার ডার্বি জয়। দু’সপ্তাহের ব্যবধানে বদলে গিয়েছিল ড্রেসিং-রুমের চিত্রটাই।