প্রথম পাতা খেলা অমদাবাদ টেস্ট: চতুর্থ দিনের শেষে ৮৮ রানে এগিয়ে রোহিতরা

অমদাবাদ টেস্ট: চতুর্থ দিনের শেষে ৮৮ রানে এগিয়ে রোহিতরা

335 views
A+A-
Reset

অস্ট্রেলিয়া: ৪৮০/১০ (খোয়াজা-১৮০, গ্রিন-১১৪, অশ্বিন-৯১/৬) এবং ৩/০

ভারত: ৫৭১ (বিরাট ১৮৬, গিল ১২৮) 

অমদাবাদ ‌টেস্টের চতুর্থ দিনে পাহাড়প্রমাণ ৫৭১ রানে থামল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে মিলল ৯১ রানের মহামূল্যবান লিড। শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে অজিরা তিন রান তোলায় তা কমে দাঁড়িয়েছে ৮৮ রানে।

প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির দাপটে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতের তরফে পালটা শতরান করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিন রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর এই প্রথমবার টেস্ট সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ৩৬৪ বলে তাঁর ১৮৬ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারিতে। গিল-কোহলির দাপটেই অজিদের প্রথম ইনিংসের স্কোর টপকে যায় ভারত।

এ ছাড়াও রবীন্দ্র জাদেজা (২৮), শ্রীকর ভরতরাও (৪২) সুযোগ পেয়েছিলেন বড় ইনিংস গড়ে তোলার। কোহলির সঙ্গে পঞ্চাশোর্ধ জুটি গড়লেও দু’জনেই উইকেট ছুড়ে ফিরলেন। তবে মোক্ষম সঙ্গ দিলেন অক্ষর প্যাটেল। ষষ্ঠ উইকেটে ভিকে’র সঙ্গে তাঁর ১৬২ রানের জুটিই হতাশার সাগরে ডোবাল অজিদের। অক্ষর যেভাবে খেলছিলেন, তাতে তাঁর শতরানও নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু মিচেল স্টার্কের বলে আচমকা প্লেড-অন হলেন তিনি। ব্যক্তিগত ৭৯ রানের মাথায় অক্ষর ফিরতেই নামল ধস।

খেলার যা হাল, তাতে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে মিরাকলের আশায় রয়েছে ভারত!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.