কলকাতা: মার্চ মাস পড়তে না পড়তেই জ্বালাপোড়া গরম বাংলায়। ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বঙ্গে। বেড়েছে আবহাওয়াজনিত অস্বস্তিও। তবে এর মধ্যেই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু রাজ্যে। সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
জানা গিয়েছে, শক্তিশালী নিম্নচাপ ঘনিয়েছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এমনকী, কলকাতাতেও চলতি সপ্তাহে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার থেকে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
এ দিন সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সঙ্গে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।