এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনার রেশ এখনও মেটেনি। এ বার কতকটা একই রকমের কাণ্ড ট্রেনে। ঘটনাটি ঘটেছে অমৃতসর এবং কলকাতার মধ্যে অকাল তখত এক্সপ্রেসে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একজন মাতাল টিকিট চেকার একজন মহিলা যাত্রীর উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত বিহারের বাসিন্দা। তাঁর নাম মুন্না কুমার।
ঘটনায় প্রকাশ, অভিযোগকারিণী স্বামীর সঙ্গে অকাল তখত এক্সপ্রেসে যাচ্ছিলেন। তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ওই ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) তাঁর উপর প্রস্রাব করেন। তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় মহিলার। স্বামীকে ঘটনার কথা জানান।
শোরগোলে অন্যান্য যাত্রীরাও জেগে ওঠেন। ঘটনার কথা জানাজানি হতেই ওই টিকিট চেকারকে মারধর করতে শুরু করেন তাঁরা। পরে তাঁরা অভিযুক্তকে সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করে। টিটিইকে জিআরপি আটক করে হেফাজতে নিয়েছে জিআরপি।
জিআরপি-র চারবাগ রেলওয়ে স্টেশনের ইনচার্জ নবরত্ন গৌতম সংবাদ মাধ্যমের কাছে বলেন, রাজেশ নামে অমৃতসরের বাসিন্দা ওই যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।