প্রথম পাতা খবর চিংড়িহাটায় বাজেয়াপ্ত মাদক, উদ্ধার কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা

চিংড়িহাটায় বাজেয়াপ্ত মাদক, উদ্ধার কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা

247 views
A+A-
Reset

চিংড়িহাটার সুকান্তনগরে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের তল্লাশিতে বাজেয়াপ্ত মাদক, উদ্ধার কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা। একটি বহুতলের পাঁচ তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৫ কেজি ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা।

সূত্র মারফত জানা গিয়েছে, ফ্ল্যাটের বাসিন্দা মোমিন খান। তিনি পেশায় ব্যবসায়ী। বাইরেরে লোকদের আনাগোনা ছিল সেখানে। তবে স্থানীয়দের সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না মোমিন। তাঁর স্ত্রী এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ইতিমধ্যেই মোমিন খান আর তাঁর স্ত্রী দু’জনকেই পুলিশ আটক করেছে।

বুধবার সন্ধেয় সুকান্তনগরে মোমিনের ৫ তলার ফ্ল্যাটে হানা দেয় এসটিএফ। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে লুকনো মাদক ও টাকা উদ্ধার করে। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.