কলকাতা: রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। হাওয়া অফিসের মতে, আগামী কয়েক ঘণ্টায় তা থামার তেমন কোনো সম্ভাবনা নেই।
রবিবার সকাল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আরও ২ থেকে ৩ ঘণ্টা কলকাতায় ঝড়বৃষ্টি চলবে। ভিজবে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক অংশও। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়।
এ দিন হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গুজরাত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর জেরেই ঝড়-বৃষ্টি হচ্ছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি সমান তালে ভিজছে উত্তরবঙ্গও। উত্তরের জেলায় জেলায় রবিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণেও।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন আবহবিদেরা।