প্রথম পাতা খেলা আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে সোমবার ক্লাব তাঁবুতে অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে সোমবার ক্লাব তাঁবুতে অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী

303 views
A+A-
Reset

কলকাতা: শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি জিতে নিয়েছে মোহনবাগান। রবিবারই শহরে চলে এল সবুজ-মেরুন ব্রিগেড। বৃষ্টিকে উপেক্ষা করেই বিমানবন্দরে হাজার হাজার মোহনবাগান সমর্থকের ভিড়। রবিবার সকালে মোহনবাগান যে শহরে ফিরবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই বিমানবন্দরে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

এই প্রথম ক্লাবের তাঁবুতে ঢুকল আইএসএল ট্রফি। সবুজ-মেরুন জনতার আনন্দের বাঁধ ভেঙেছে শনিবার রাত থেকেই। এ দিন দল কলকাতায় ফিরতেই কার্যত জনপ্লাবন।

বিমানবন্দর থেকে মোমিনপুরে আরপিএসজি হাউসে যাওয়ার পথে খেলোয়াড়দের বাসের সামনে এবং পিছনে প্রচুর সমর্থক ছুটলেন বাইক-সাইকেল নিয়ে। আরপিএসজি হাউসে টিম বাস ঢুকল দুপুর তিনটে নাগাদ। এ দিন এক দফা সেলিব্রেশন হল।

কাল, সোমবার ক্লাব তাঁবুতে উৎসব। মোহনবাগানের এই সাফল্যের শরিক হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন জানাবেন তিনি। সোমবার মোহনবাগান তাঁবুতে যাবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টার সময় সবুজ-মেরুন তাঁবুতে গিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কর্তা, কোচ, ফুটবলারদের অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.