কলকাতা: ফের রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। আরও একবার সর্বভারতীয় স্তরে পুরস্কৃত রাজ্যের ৪টি পরিষেবা। এ বার বাজিমাত করেছে ই-গভর্ন্যান্স পরিষেবা।
মঙ্গলবার টুইট করে রাজ্যবাসীকে সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চালু করা হয় অভিযোগ পেয়ে সমাধানের পরিষেবা। যাতে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু মানুষ। আর সেই পরিষেবার জন্যই এক্সেলেন্স পুরস্কার এল রাজ্যের ঘরে।
Elated to share that 4 e-governance initiatives of GoWB have recently been awarded by the Computer Society of India for the year 2022.
▶️ Award of Excellence for:
1. Enabling Responsive Governance through Grievance Resolution in Chief Minister’s Office
এছাড়াও রয়েছে মাইনর মিনারেল সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন খাদ্যসাথী, ইন্ট্রিগ্রেটেড কোভিড ম্য়ানেজমেন্ট সিস্টেমের মতো পরিষেবার যেসব কর্মীরা জড়িত তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।