আগামী শুক্রবার অমদাবাদে সূচনা হতে চলেছে ১৬তম আইপিএল। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আইপিএল জানিয়ে দিল, এ বারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। পাশাপাশি, ক্যাটরিনা কাইফ, অরিজিৎ সিংয়ের মতো তারকাদের উপস্থিত নিয়েও চলছে জোর জল্পনা!
২০০৮ সালে টুর্নামেন্টের সূচনা থেকেই আইপিএলের উদ্বোধনী মানেই একটি তারকা-খচিত জমজমাট অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান, পিটবুল, একন, শাহরুখ খান, শ্রিয়া শরণ এবং ক্যাটরিনা কাইফের মতো সেলিব্রিটিদের পারফরম্যান্স দেখা গিয়েছে।
তবে ২০২৮ সাল থেকে আইপিএলের শুরুতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ২০১৯ সালে, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইভেন্টটি বাতিল করে এবং ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সহয়োগিতা করার সিদ্ধান্ত নেয়। এর পর চলে আসে কোভিড-১৯ মহামারি।
এ বার ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএলের প্রথম ম্যাচ। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। তার আগেই বিকেল ছ’টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের তরফে টুইট করে জানানো হয়, অনুষ্ঠানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া। এর পরই জল্পনা চলছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে পারফর্ম করবেন? তবে এখনও আইপিএলের তরফে বেশি কিছু ঘোষণা করা হয়নি।