প্রথম পাতা খবর সক্রিয় কোভিডরোগী ৬০ হাজারের বেশি, শেষ ২৪ ঘণ্টায় মৃত ২৭

সক্রিয় কোভিডরোগী ৬০ হাজারের বেশি, শেষ ২৪ ঘণ্টায় মৃত ২৭

309 views
A+A-
Reset

নয়াদিল্লি: আগের দিনের তুলনায় সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে এল শেষ ২৪ ঘণ্টায়। তবে আবারও বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯,১১১টি নতুন করোনা সংক্রমণ নথিভুক্ত করা হয়েছে। তবে গতকালের তুলনায় এই সংখ্যাটি কম। আগের দিন করোনা সংক্রমিত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন। যদিও শুক্রবার সংক্রমণ ১১ হাজার ছাড়িয়ে গিয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, সক্রিয় রোগী সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থাৎ দেশে কোভিড থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা কমেছে। সক্রিয় রোগীর সংখ্যা এখন বেড়ে হয়েছে ৬০ হাজার ৩১৩। একদিন আগে যা ছিল ৫৭ হাজার ৫৪২।

কোভিডে মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় ২৭ জন মারা গেছে,ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ১৪১। অন্য দিকে, এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪ কোটি ৪৮ লক্ষ ২৭ হাজার ২২৬-এ।

মন্ত্রক জানিয়েছে, করোনায় দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৮.৪০ শতাংশ। আনুমানিক সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ৪.৯৪ শতাংশ। সুস্থতার হার যেখানে ৯৮.৬৮ শতাংশ।

বলে রাখা ভালো, ফের একবার সংক্রমণ বাড়লেও কেন্দ্রের তরফে অবশ্য জানানো হচ্ছে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনই পরিসংখ্যান দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই। চিকিৎসকদের একাংশের দাবি, করোনা এখন আর অতিমারির পর্যায়ে নেই। তবে তার জন্য বিধিনিষেধ শিকেয় তোলার কারণ নেই বলেও জানিয়েছেন তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.