প্রথম পাতা খবর টুইটারে নামের পাশ থেকে ‘ব্লু টিক’ হারালেন অমিতাভ, শাহরুখ থেকে রাহুল, বিরাট-সহ তাবড় ব্যক্তিত্ব

টুইটারে নামের পাশ থেকে ‘ব্লু টিক’ হারালেন অমিতাভ, শাহরুখ থেকে রাহুল, বিরাট-সহ তাবড় ব্যক্তিত্ব

254 views
A+A-
Reset

নয়াদিল্লি: মাইক্রো-ব্লগিং সাইট টুইটার বৃহস্পতিবার সমাজের বহু গণ্যমান্য ব্যক্তির অ্যাকাউন্টে নামের পাশে থাকা ‘ব্লু টিক’ চিহ্নগুলি সরিয়ে দিয়েছে। শুধুমাত্র যে সব টুইটার ব্যবহারকারী ব্লু টিক-এর জন্য টাকা দিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টেই এটি রয়েছে।

এত দিন অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ থেকে সাংবাদিকদের নামে পাশে এই ব্লু টিক চিহ্ন বসত। কিন্তু এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের নামের পাশ থেকে নীল চিহ্ন সরানো হয়েছে। টুইটার অ্যাকাউন্টে নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন যাঁরা হারিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভট্ট, বিরাট কোহলি এবং যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মতো ব্যক্তিত্ব। অন্য দিকে, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকা থেকে বিল গেটস, এমনকী পোপ ফ্রান্সিসের মতো অনেকেই এই চিহ্ন হারিয়েছেন।

ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়া পরই ঘোষণা করা হয়েছিল, এর আগে যাঁরা এই চেক-মার্ক স্ট্যটাস পেয়েছিলেন, তাঁরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে সদস্যপদ না নিলে এই ব্লু টিক চিহ্ন মুছে ফেলা হবে। এই ব্লু টিক চিহ্নের জন্য ওয়েবে মাসে ৮ মার্কিন ডলার এবং অ্যান্ড্রয়েড ও আইফোনে মাসে ১১ মার্কিন ডলার মূল্য দিতে হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.